বিদ্যুতের ছেড়া তারে কৃষকের মৃত্যু
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রাজনগর গ্রামে আজ বুধবার বিদ্যুতের তারে জড়িয়ে সুজন মিয়া (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এর আগের দিন একই তারে জড়িতে আহত হন গ্রামের দুই নারী।
আজ দুপুর ১২টার দিকে গ্রামের মাঠে কাজ করতে যাওয়ার সময় বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে সুজন মারা যান।
নিহতের ভাই আক্কাস মিয়া জানান, গ্রামের রঙ্গু মিয়ার বাড়ি থেকে দুবাই প্রবাসী খসরু মিয়ার বাড়িতে নেওয়া ছেড়া তারে জড়িয়ে দুপুরে তাঁর ভাই সুজন মিয়ার মৃত্যু হয়েছে।
আক্কাস মিয়া বলেন, ‘মঙ্গলবার বিকেলে এই তারে জড়িয়ে মদিনা ও জহুরা নামের দুই নারী আহত হন। বিষয়টি রঙ্গু মিয়াকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ব্যবস্থা নিলে আমার ভাই মারা যেতেন না।’
এ ব্যাপারে কেন্দুয়া থানাধীন প্রেমই তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) শহিজল ইসলাম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অবৈধভাবে সংযোগ নেওয়া বিদ্যুতের তারে জড়িয়েই সুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।