ভাঙচুরের অভিযোগে বাকৃবি ছাত্রলীগের চার নেতা-কর্মী আটক
ময়মনসিংহে জেলা ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের বাসায় হামলার অভিযোগে দায়ের করা মামলায় সংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ঢাকার মোহাম্মদপুর থেকে চারজনকে গ্রেপ্তার করে ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ।
ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মফিজুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া চার ব্যক্তি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রলীগের নেতা-কর্মী। এঁরা হচ্ছেন বাকৃবি ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি বিজয় কুমার বর্মণ, সহসাধারণ সম্পাদক ওহাব রিন্টু, যুগ্ম সম্পাদক ওবায়দুল হাসান অপু ও কর্মী মিনারুল হোসেন পলাশ ।
গত ৮ জুলাই রাতে জেলা ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের বাসায় ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার পরের দিন জসিম উদ্দিনের ভগ্নিপতি মাহমুদুর রহমান সুরুজ ছাত্রলীগ বাকৃবি শাখার সভাপতি মোর্শেদুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ ১৯ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫৪ জনের নামে দ্রুত বিচার আইনে মামলা করেন।