মুন্সীগঞ্জে নদীতে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৮
মুন্সীগঞ্জে নদীতে চাঁদাবাজির অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে চাঁদার আট হাজার টাকা ও একটি ট্রলার জব্দ করা হয়েছে।
মুক্তারপুর নৌ-ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, আজ রোববার সকালে সেভেন রিং সিমেন্ট ফ্যাক্টরির ফ্লাই অ্যাশবাহী একটি কার্গো জাহাজ নারায়ণগঞ্জ থেকে মংলা নদীবন্দরের উদ্দেশে রওনা দেয়।
সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় পৌঁছালে ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে একদল চাঁদাবাজ ওই জাহাজের গতিরোধ করে। অস্ত্রের মুখে কার্গোর মাস্টার মোস্তাফিজুর রহমানের কাছ থেকে ২৮ হাজার টাকা চাঁদা আদায় করে তারা।
সঙ্গে সঙ্গে মোস্তাফিজুর মুক্তারপুর নৌ-ফাঁড়ির পুলিশকে ঘটনাটি জানালে নৌপুলিশের একটি দল ধলেশ্বরী নদী মোহনায় চাঁদাবাজদের ট্রলার ধাওয়া করে আটজনকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে আট হাজার ২০০ টাকা ও চাঁদাবাজদের ব্যবহৃত ইঞ্জিনচালিত একটি ট্রলার জব্দ করে। এ সময় কয়েকজন চাঁদাবাজ অন্য আরেকটি ট্রলারে পালিয়ে যেতে সক্ষম হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. রুবেল (১৮), মো. রফিকুল ইসলাম (২৫), মো. দুলাল মিয়া (৩০), আলাউদ্দিন মিয়া (৩০), জহিরুল ইসলাম (৪২), নবীন হোসেন (৪০), হারুন মিয়া (২৮) ও অহিদুল ইসলাম (২৮)। তাঁদের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চরহোগলা গ্রামে বলে জানান মোশাররফ হোসেন।
পরে দুপুরে কার্গোর মাস্টার মোস্তাফিজুর রহমান আটজনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেন।