শিমুলিয়া-কাওরাকান্দি রুটে নৌ চলাচলে নিষেধাজ্ঞা
ঘূর্ণিঝড় ‘কোমেন’-এর সতর্কতাস্বরূপ মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটে যাত্রীবাহী লঞ্চ, সি-বোট, ইঞ্জিনচালিত নৌকাসহ সব ধরনের নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে অবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানিয়েছে শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ।
শিমুলিয়া নৌবন্দরের ট্রাফিক পরিদর্শক তোফাজ্জল হোসেন জানান, ঘূর্ণিঝড় কোমেনের আগাম সতর্কতা হিসেবে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকা থেকে এমনটাই নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় যাত্রীবাহী লঞ্চ, সি-বোট, ইঞ্জিনচালিত নৌকাগুলো ঘাট এলাকায় অথবা মূল নদী থেকে শাখা নদীতে গিয়ে বেঁধে রাখতে বলা হয়েছে।
শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াসউদ্দিন জানান, গতকাল বুধবার রাত থেকে আজ ভোর পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। তবে সকালে বেশ কয়েকটি ফেরি ঘাট ছেড়ে গেছে। পারাপারের জন্য এখনো তিন শতাধিক ছোট-বড় যানবাহন অপেক্ষায় রয়েছে। এখনো আবহাওয়া খারাপ হয়নি, অবস্থা প্রতিকূল হলে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হবে।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘কোমেন’-এ পরিণত হয়েছে। আগামীকাল শুক্রবার দুপুরের পর বরিশাল-চট্টগ্রামের ওপর দিয়ে ঘূর্ণিঝড়টি বয়ে যেতে পারে। এ সময় উপকূলীয় এলাকায় তিন থেকে পাঁচ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে।