জিহাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে রুল
রাজধানীর শাহজাহানপুরে পাইপের ভেতরে পড়ে মারা যাওয়া শিশু জিহাদের পরিবারকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ বুধবার হাইকোর্টের একটি বেঞ্চ এই রুল জারি করেন।
আজ দুপুরে হাইকোর্টে বিচারপতি ফারাহ মাহবুব ও কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ রিটের শুনানি শেষে শিশু জিহাদের মৃত্যুর ক্ষতিপূরণ এবং সরকারি বিভিন্ন সংস্থার কার্যক্রম বিষয়ে জানতে চেয়ে রুল জারি করেন। এতে হাইকোর্ট বলেছেন, শিশু জিহাদের মৃত্যুতে ফায়ার সার্ভিস, ওয়াসা, রেলওয়ে ও সিটি করপোরেশনের অবহেলাকে কেন দায়ী করা হবে না এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সারা দেশে কতগুলো অরক্ষিত পাইপ, ঢাকনাবিহীন পাইপের গর্ত, ম্যানহোল ও পয়োনিষ্কাশন পাইপ রয়েছে তার একটি তালিকা তৈরি করতে কেন নির্দেশ দেওয়া হবে না? একই সঙ্গে জারীকৃত রুলে গত দুই বছরে ফায়ার সার্ভিস কী পরিমাণ যন্ত্রপাতি কিনেছে এবং প্রশিক্ষণ করেছে তার তথ্য আগামী ১৫ মের মধ্যে আদালতে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।