নেত্রকোনা সরকারি কলেজের প্রশাসনিক ভবন উদ্বোধন
নেত্রকোনা সরকারি কলেজে ১৫ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত প্রশাসনিক ভবন, বিজ্ঞান ভবন, ছাত্রাবাস ও মেডিকেল সেন্টারের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
এ উপলক্ষে ছাত্র-শিক্ষক ও সুধীজনের উপস্থিতিতে কলেজ ক্যাম্পাসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় যুব ও ক্রীড়া উপমন্ত্রী ছাড়াও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মতিয়র রহমান খান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নূর খান মিঠু, অধ্যাপক ড. রমাপ্রসাদ সরকার, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জি এম খান পাঠান বিমল, যুবনেতা মাসুদ খান জনি, সাবেক ভিপি নয়ন দত্ত, অধ্যাপক গোলাম মোস্তফা প্রমুখ।
এর আগে নেত্রকোনা সরকারি কলেজের বিভিন্ন বিভাগের কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী।