গোয়ালন্দে কলেজ সরকারীকরণের ঘোষণায় আনন্দমিছিল
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কামরুল ইসলাম কলেজকে সরকারীকরণের ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে গোয়ালন্দবাসী এবং কলেজের শিক্ষার্থীরা আনন্দ মিছিল করেছে।
আজ বৃহস্পতিবার সকালে কলেজ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে গোয়ালন্দ বাজারসহ শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। রাজবাড়ীর-১ আসনের জাতীয় সংসদ সদস্য কাজী কেরামত আলী এ আনন্দ মিছিলের নেতৃত্ব দেন।
এ সময় সমাবেশে বক্তব্য দেন সংসদ সদস্য কাজী কেরামত আলী, ফকির আব্দুল জব্বার, নাজিরুল ইসলাম দুলু, কলেজ অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বাদল প্রমুখ।
বক্তরা বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে।