দুর্বল হয়ে পড়েছে কোমেন
উত্তরে সরে গিয়ে সন্দ্বীপের কাছ দিয়ে চট্টগ্রাম উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় কোমেন। আজ শুক্রবার সকাল ৬টার দিকে এটি দুর্বল হয়ে নোয়াখালী ও এর আশপাশের এলাকায় অবস্থান নেয়।
urgentPhoto
আবহাওয়া অফিসের সর্বশেষ বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঘূর্ণিঝড়টি আরো পশ্চিম-উত্তর পশ্চিমে স্থলভাগের দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরাবে। এটি ক্রমান্বয়ে দুর্বল হচ্ছে।
কোমেনের প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরগুলোকে ৭ নম্বর বিপদসংকেত দেখাতে বলা হয়েছিল। কিন্তু সর্বশেষ বার্তায় দুটি বন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৫ নম্বর বিপদসংকেত থেকে নামিয়ে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়টি উত্তর দিকে সরে গিয়ে রাত ৯টায় কিছুটা দুর্বল হয়ে সন্দ্বীপের কাছ দিয়ে চট্টগ্রাম উপকূল অতিক্রম শুরু করেছে। ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করার পর আরো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছিল, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৭০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।