বিএসএমএমইউতে বার্ন ইউনিট চালু
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ১০ শয্যার একটি বার্ন ইউনিট চালু করা হয়েছে। দগ্ধ রোগীদের এখানে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে।
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, আজ রোববার সকাল ৯টায় বিএসএমএমইউর কেবিন ব্লকের নিচতলায় বার্ন ইউনিট উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
এ ইউনিটে চিকিৎসাসেবা দেওয়ার জন্য রয়েছে প্রশিক্ষিত চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানদের সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ টিম; যাঁরা তিনটি পালায় (শিফটে) চিকিৎসাসেবা দেবেন। ভবিষ্যতে শয্যাসংখ্যা বাড়ানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, দেশের উদ্ভূত পরিস্থিতিতে পোড়া বা দগ্ধ রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রথমবারের মতো চালু হলো বার্ন ইউনিট। ভবিষ্যতে এ চিকিৎসাসেবা অব্যাহত থাকবে এবং উন্নয়নের জন্য সব রকমের প্রচেষ্টাও অব্যাহত থাকবে।
উদ্বোধনী আরো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএমএমইউর উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শহিদুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া, উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল মজিদ ভূঁইয়া, অতিরিক্ত পরিচালক ও বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. মো. নাজমুল করিম প্রমুখ।