নেত্রকোনায় সাংবাদিকরা পেলেন অনুদানের চেক
তথ্য মন্ত্রণালয়ের সাংবাদিক সহায়তা অনুদানের অংশ হিসেবে নেত্রকোনায় অসুস্থ সাংবাদিকদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। নেত্রকোনা জেলা প্রেসক্লাবে আজ শুক্রবার দুপুরে চেক বিতরণ করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন আকন্দের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে এ সময় উপমন্ত্রী ছাড়াও বক্তব্য দেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী, আওয়ামী লীগ নেতা জি এম খান পাঠান বিমল, জাসদের কেন্দ্রীয় কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, প্রেসক্লাবের সহসভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাব সম্পাদক মুখলেছুর রহমান খানসহ জেলার সাংবাদিক নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ চিকিৎসক এম এ হামিদ খান, নেত্রকোনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবদুল ওয়াহেদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ওসমান গনি তালুকদার প্রমুখ।
কবি ও সিনিয়র সাংবাদিক আল আজাদ এবং অসুস্থ সাংবাদিক কোহিনুর ইসলামকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। এ সময় যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের পক্ষ থেকে নগদ আরো ২৫ হাজার টাকা করে দুই সাংবাদিককে সহায়তা দেওয়া হয়।