যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা অব্যাহত থাকুক
বাংলাদেশের গণতন্ত্রের সুরক্ষা ও অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র সব সহযোগিতা দেবে বলে জানিয়েছেন দেশটির নবনিযুক্ত রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন ব্লুম বার্নিকাট।
ঢাকায় জাতীয় সংসদে আজ রোববার এক সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্নিকাটকে জানান, অনেক সংগ্রামের পর দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং তা সংরক্ষণে সব প্রচেষ্টা অব্যাহত রেখেছে সরকার।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব আ ক ম শামীম চৌধুরী বার্তা সংস্থা ইউএনবিকে জানান, বার্নিকাট বলেছেন- ‘আপনাদের গণতন্ত্রের প্রতি আমরা শ্রদ্ধাশীল এবং আমরা যেভাবে আপনাদের এই গণতন্ত্র রক্ষায় সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ, তেমনি আমরা চাই বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা অব্যাহত থাকুক।’
শামীম চৌধুরী জানান, বার্নিকাট প্রধানমন্ত্রীকে বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে যে সহযোগিতা আছে, তা সামনের দিনে আরো শক্তিশালী হবে বলে তিনি আশাবাদী।
পরে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে জাতীয় সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন।