ময়মনসিংহ হজযাত্রীদের কর্মশালা অনুষ্ঠিত
সরকারি ব্যবস্থাপনায় চার জেলার হজযাত্রীদের দিনব্যাপী কর্মশালা আজ শুক্রবার ময়মনসিংহে অনুষ্ঠিত হযেছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বেলা ১১টায় ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। প্রধান আলোচক ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হজ) আলহাজ হাসান জাহাঙ্গীর আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আলী আকবর, ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহের উপপরিচালক মো. আবদুর রাজ্জাক প্রমুখ।
ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জের নারী-পুরুষসহ ১৪৭ হজযাত্রী এ কর্মশালায় অংশ নেন। সুস্থ ও সামর্থ্যবান সব মুসলমান নারী-পুরুষের হজ করা উচিত বলে মন্তব্য করেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।
কর্মশালায় জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।