মহাসড়কে অটোরিকশা বন্ধের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ
মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচলের নিষেধাজ্ঞার প্রতিবাদে কুমিল্লায় সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল হয়েছে। জেলা সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা আজ শুক্রবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই এলাকায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
এর আগে কুমিল্লা জেলা অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১ আগস্ট থেকে মহাসড়কে অটোরিকশা চলাচলের ওপর সরকার নিষেধাজ্ঞা আরোপ করায় অটোরিকশা, মালিক-শ্রমিক ও জনসাধারণের জন্য একটি হুমকিস্বরূপ।
স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, সিএনজি পাম্পগুলো মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় সিএনজি অটোরিকশায় গ্যাসের জন্য মহাসড়কের ওপর দিয়েই পাম্পে যেতে হয়। এ সিদ্ধান্তের ফলে সরকার এই অটোরিকশা খাত থেকে রাজস্ব হারাবে। তাই জেলা ও উপজেলা শহরে প্রবেশের পথগুলোর জন্য নিষেধাজ্ঞা শিথিল করে সিএনজি অটোরিকশা চলাচলের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয় স্মারকলিপিতে।