মাওলানা ভাসানী বিশ্ববিদ্যায়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য নানা আয়োজনে টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
প্রশাসনিক ভবনের সামনে বেলুন ও কবুতর উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে ক্যাম্পাস চত্বরে কেক কাটা হয়।
উপাচার্য ড. মো. আলাউদ্দিন বলেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি টাঙ্গাইলের মাটি ও মানুষের প্রাণের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখতে সবাইকে নিরলসভাবে কাজ করতে হবে। আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম সাইফুল্লাহ, রেজিস্ট্রার ড. মো. তৌহিদুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি মো. শাহীন উদ্দিন ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ড. ইকবাল মাহমুদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। পরে দিনব্যাপী আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।