হাওরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার শাইলকা হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে কাছু বর্মণের (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার গাজিপুর ইউনিয়নের ধনু নদীর তীরবর্তী বয়রা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, কাছু বর্মণের বাড়ি উপজেলার নয়াপাড়া গ্রামে। গত বৃহস্পতিবার বিকেলে শাইলকা হাওরে জাল ও নৌকা নিয়ে মাছ ধরতে বের হন তিনি। রাতে বাড়ি না ফেরায় লোকজন তাঁকে খোঁজাখুঁজি করে। স্থানীয়দের সহযোগিতায় ইঞ্জিনচালিত নৌকা নিয়ে তাঁকে উদ্ধারের চেষ্টা করা হয়।
ওসি জানান, গতকাল রাতে লাশটি ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে বয়রা গ্রাম থেকে লাশটি উদ্ধার করে থানায় নেওয়া হয়। রাতেই মৃতদেহটি তাঁর পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়। তিনি আরো জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় হাওরে প্রচণ্ড ঢেউ ছিল। এই ঢেউয়ের কবলে পড়ে কাছু বর্মণ মাছ ধরার সময় ডুবে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।