নেত্রকোনার দুই গ্রামে বিদ্যুৎ উদ্বোধন
নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের ছেওপুর ও হাতকুন্ডলী গ্রামে পল্লী বিদ্যুতের ২৭৯টি নতুন সংযোগ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় বিদ্যুতায়নের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
৭৪ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে ৬.১৭২ কিলোমিটার এই বিদ্যুৎ লাইন নির্মাণ করা হয়েছে। আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সেচ সুবিধা সৃষ্টিতে প্রথম পর্যায়ে ২৭৯ জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হয়েছে।
বিদ্যুতায়ন উদ্বোধনের আগে কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের ছেওপুর ও হাতকুণ্ডলী গ্রামে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম খান পাঠান বিমলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন নেত্রকোনা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের অতিরিক্ত জেনারেল ম্যানেজার মো. আফজল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম প্রমুখ।