নেত্রকোনায় ভূমি কর্মকর্তাদের মতবিনিময় সভা
দক্ষ ভূমি ব্যবস্থাপনা ও প্রশাসন গড়ে তুলতে কর্মক্ষেত্রে নানা সমস্যা ও করণীয় নিয়ে নেত্রকোনায় মতবিনিময় সভা করেছেন ভূমি কর্মকর্তারা। আজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খান কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করে ‘ভূমি পরিবারের আলোর পথযাত্রী’ সংগঠন।
মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও এনামূল হক পলাশের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সাবেক নির্বাহী সদস্য মো. নজরুল ইসলাম, ফরিদ উদ্দিন রিয়াজী, মনিরুজ্জামান মনির, আবদুল হাকিম, আবদুস সামাদ আজাদ, মো. নিজাম উদ্দিন, রবিউল ইসলাম, শহীদুল ইসলাম, সৈয়দ জাহাঙ্গীর আলম প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি চলছে অগণতান্ত্রিক এক সংবিধান অনুযায়ী। ঢাকার কেন্দ্রীয় কয়েক নেতা তাঁদের মনগড়াভাবে এ সংগঠনকে ব্যবহার করছেন। এ সংগঠনকে ব্যবহার করে তাঁরা তাঁদের আখের গোছাতে ব্যস্ত।
বক্তারা সংগঠনের নাম পরিবর্তন করে যুগোপযোগী নামকরণ, গঠনতন্ত্র সংশোধন করে মুক্তিযোদ্ধা সংসদের আলোকে নেতা নির্বাচন পদ্ধতি প্রণয়ন, সরকার প্রদত্ত বিশেষ স্কেল বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণেরও জোর দাবি জানান।
সভায় কর্মক্ষেত্রে সেবার মানসিকতা নিয়ে দক্ষ ভূমি প্রশাসন গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। সভায় সিরাজগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন জেলার ভূমি কর্মকর্তারা অংশ নেন।