পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বাসে আগুন
পিরোজপুরের ভাণ্ডারিয়া এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি বাস পুড়ে গেছে। রোববার দিবাগত রাত ১টার দিকে ভাণ্ডারিয়ার কাঁঠালিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আবু যাহীদ জানান, বাসস্ট্যান্ডে দাঁড়ানো একটি বাস থেকে ধোঁয়া উঠতে দেখে টহল পুলিশ ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ওসি আরো জানান, আগুনে বাসের ভেতরের সিট সম্পূর্ণ পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি বলে জানান তিনি।