শ্রমিকরাই খালেদা জিয়াকে কারাগারে পাঠাবে : নৌমন্ত্রী
নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, সরকার যদি খালেদা জিয়াকে গ্রেপ্তার না করে, তবে শ্রমিকরাই তাঁকে গ্রেপ্তার করে কাশিমপুর কারাগারে পাঠাবে।
আজ সোমবার হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে খালেদা জিয়ার কার্যালয় ঘেরাওয়ের সমাবেশ থেকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন নৌমন্ত্রী। শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ এ কর্মসূচির আয়োজন করেছে।
এর আগে হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করতে রাজধানীর গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্কসংলগ্ন মাঠে নৌমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে জড়ো হন শ্রমিক-কর্মচারীরা। সেখানে তাঁরা সমাবেশ করেন।
সমাবেশে নৌমন্ত্রী বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে হরতাল-অবরোধ প্রত্যাহার করতে হবে। যারা আমার ভাইদের হত্যা করেছে, আমার বোনদের হত্যা করেছে, আমার শিশুদের হত্যা করেছে, তাদের সঙ্গে, কোনো খুনির সঙ্গে সংলাপ হতে পারে না।’
এ সময় খালেদা জিয়ার কার্যালয় গুলশান থেকে সরিয়ে অন্যত্র নেওয়ার ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান শাজাহান খান।
পরে সমন্বয় পরিষদের নেতা-কর্মীরা মিছিল নিয়ে খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করতে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি গুলশান ২ নম্বর চত্বরে পৌঁছালে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে কয়েকজন আহত হন। এ ঘটনার পর সমাবেশ থেকে একটি ভবনে ভাঙচুর চালান শ্রমিক-কর্মচারীরা। এ সময় কার্যালয়ের অদূরে আরো দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে।