শিমুলিয়া-কাওরাকান্দি রুটে লঞ্চ চলাচল বন্ধ
মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটে লঞ্চ, সি-বোট, ইঞ্জিনচালিত নৌকা চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তবে ফেরি চলাচল করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
বিআইডব্লিউটিএর শিমুলিয়াঘাট পরিদর্শক (ট্রাফিক) তোফাজ্জল হোসেন বলেন, ‘নদীবন্দরে ২ নম্বর সতর্কসংকেত ও পদ্মা নদীতে বড় বড় ঢেউ থাকায় শিমুলিয়া লঞ্চ, সি-বোট, ইঞ্জিনচালিত নৌকা চলাচল বন্ধ করে দেওয়া হয়। আবহাওয়া ভালো হলে নৌযান চলাচল করতে দেওয়া হবে। যাত্রীদের ফেরিতে চলাচলের জন্য ঘাট থেকে আমরা বলে দিচ্ছি।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. গিয়াস উদ্দিন জানান, শিমুলিয়াঘাট থেকে যাত্রী ও যানবাহন ফেরি দিয়ে পারাপার হচ্ছে। নদীতে অনেক বড় ঢেউ আছে, তবে ফেরি চলাচল করছে।
তবে সকালে নির্দেশ অমান্য করে কয়েকটি বড় লঞ্চ ও সি-বোট ঘাট থেকে ছেড়ে যায়।