পরিকল্পনামন্ত্রীর ত্রাণ বিতরণ
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তিনি দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।
আজ রোববার সকালে পরিকল্পনামন্ত্রী উপজেলার ঢালুয়া, বকসগঞ্জ, দৌলখার, রায়কোট ও জোড্ডা ইউনিয়নের বন্যাদুর্গত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
মন্ত্রী দুর্গতদের সঙ্গে কথা বলেন এবং বন্যার্তদের পুনর্বাসনে প্রকল্প নেওয়ার আশ্বাস দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলার চেয়ারম্যান শামছুদ্দিন কালু, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভুঁইয়াসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।