ময়মনসিংহে অটোরিকশা চলাচল অব্যাহত
নিষেধাজ্ঞা সত্ত্বেও ময়মনসিংহের মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল অব্যাহত রয়েছে। সড়কে নিরাপত্তা নিশ্চিতে সারা দেশের মহাসড়কগুলোতে গতকাল শনিবার থেকে সিএনজিচালিত অটোরিকশা, টেম্পো ও সব ধরনের অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
তিন চাকার যানবাহন চলাচল বন্ধে কয়েকটি অটোরিকশা আটক করা ছাড়া প্রশাসনের তেমন কোনো অভিযান চোখে পড়েনি। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অভিযান চালানোর কথা থাকলেও ময়মনসিংহে গত দুদিনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়নি বলে জানান বিআরটিএর সহকারী পরিচালক মো. জালাল উদ্দিন।
ময়মনসিংহ শহরের ব্যস্ততম পাটগুদাম ব্রিজ মোড়ে গতকালও শত শত তিন চাকার যানবাহন যান্ত্রিক ও অযান্ত্রিক যানবাহন স্ট্যান্ডে দেখা যায়। জেলার ময়মনসিংহ-হালুয়াঘাট, শেরপুর, কিশোরগঞ্জসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল তিন চাকার যানবাহন চলাচল করতে দেখা গেছে।
এদিকে নিষেধাজ্ঞার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছেন জেলার যানবাহনের মালিক-শ্রমিকরা। আজ দুপুরে টাউন হল প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান করে। এ সময় বক্তব্য দেন জেলা থ্রি হুইলার, অটোটেম্পু, সিএনজি ও মাহিন্দ্র মালিক সমিতির সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ ও শ্রমিক নেতা লিয়াকত আলী। বক্তারা বলেন, তাঁরা মোটরযানের সব আইন ও নিয়মকানুন মেনে গাড়ি চালাচ্ছেন। নেতারা অবিলম্বে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে তিন চাকার যানবাহন চলাচলের জন্য আলাদা পথ তৈরি ও জেলা শহর থেকে বিভিন্ন উপজেলাপর্যায়ে সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পো চলাচলের জন্য মহাসড়কের কিছু অংশ ব্যবহারেরও দাবি জানান।