চান্দিনায় বৃক্ষমেলার উদ্বোধন
কুমিল্লার চান্দিনায় উপজেলা পরিষদ চত্বরে তিনদিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। আজ রোববার স্থানীয় সংসদ সদস্য ও সাবেক ডিপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ এ মেলার উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান তপন বকসী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলী আফরোজ, কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আসাদুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত হোসেন ভূঁইয়া প্রমুখ।
মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।