ডিম নিতে গিয়ে মিলল বোমা, বিস্ফোরণে স্কুলছাত্র আহত
মেহেরপুরের গাংনী উপজেলায় বোমা বিস্ফোরণে রাফিউজ্জামান (১১) নামের এক স্কুলছাত্র আহত হয়েছে। আজ রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার সীমান্তবর্তী তেঁতুলবাড়িয়া গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
রাফিউজ্জামান তেঁতুলবাড়িয়া গ্রামের আকামত হোসেনের ছেলে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
বাড়ির মালিক ও মেহেরপুর জেলা জজকোর্টের আইনজীবী মোশাররফ হোসেন জানান, বাড়ির একপাশে পরিত্যক্ত গোলাঘরে (ধান রাখার স্থান) হাঁস পালন করা হতো।
প্রতিদিনের মতো তাঁর ভাতিজা রাফিউজ্জামান হাঁসের ডিম সংগ্রহ করতে গিয়ে গোলাঘরের মধ্যে একটি কৌটা দেখতে পায়। সেটা হাতে নিতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শক্তিশালী বোমা বিস্ফোরণে রাফিউজ্জামানের চোখসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত রাফিউজ্জামানকে প্রথমে করমদি সন্ধানী হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
মোশাররফ হোসেন আরো জানান, ষড়যন্ত্রের অংশ হিসেবে বোমাটি গোলাঘরের মধ্যে রাখা হয়েছিল।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মতকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টির অনুসন্ধান চলছে।