নেত্রকোনায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু
‘পাহাড়-সমতল-উপকূলে, গাছ লাগাই সবাই মিলে’ প্রতিপাদ্য সামনে রেখে নেত্রকোনায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।
বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রোববার বিকেলে পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এর উদ্বোধন করেন নেত্রকোনার জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার।
উদ্বোধন শেষে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন তরুণ কান্তি শিকদার। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইউসুফ আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিলাস চন্দ্র পাল, বিভাগীয় বন কর্মকর্তা বিধান রায়, মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমীন প্রমুখ।
বক্তারা বলেন, গাছ মানবজীবনের অন্যতম অনুষঙ্গ। প্রাকৃতিক বিপর্যয় রোধে গাছের রয়েছে অনন্য ভূমিকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশি গাছ রোপণ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
আলোচনা শেষে প্রধান অতিথি বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে গাছের চারা তুলে দেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মেলায় বনজ, ফলদ, ঔষধিসহ বিভিন্ন প্রজাতির হাজারো গাছের চারা বিক্রি হচ্ছে। ৩০টি স্টল নিয়ে বসেছেন বৃক্ষ নার্সারির মালিকরা।