গজারিয়ায় পরিবহন সংকট, যাত্রী দুর্ভোগ চরমে
মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞার কারণে পরিবহন সংকটে পড়েছেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হাজার হাজার যাত্রী। গন্তব্যে যেতে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা সেতু থেকে দাউদকান্দি সেতু পর্যন্ত গণপরিবহন সংকট দেখা দিয়েছে। আজ সোমবার সকাল থেকে অফিসগামী যাত্রী, স্কুলগামী ছাত্রছাত্রীরা পড়ে দুর্ভোগে। আবার অনেককে হেঁটে গন্তব্যে রওনা হতে দেখা গেছে।
ভোগান্তির শিকার এক শিক্ষার্থী এনটিভিকে বলেন, ‘গাড়ির কারণে তো প্রবলেম হচ্ছে। সরকার যদি আমাদের কোনো বিকল্প ব্যবস্থা না রাইখা এই প্রবলেমটা (সমস্যা) করে, অবশ্যই আমাদের প্রবলেম হবে। সরকার যদি আমাদের জন্য বিকল্প রাস্তা রাইখা এই কাজটা করত, তাহলে আমাদের আরো সুবিধা হতো।’
এদিকে, মহাসড়কে অটোরিকশা বন্ধ থাকায় স্কুলগামী ছাত্রছাত্রীরা পড়েছে বিড়ম্বনায়। আগে অটোতে দূরের স্কুলগুলোতে গেলেও এখন হেঁটে স্কুলে যেতে হচ্ছে।
এ বিষয়ে গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল হাসান বলেন, ‘উপজেলায় চার শতাধিক সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করে। ১ আগস্ট থেকে অটোরিকশা বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের সাময়িক ভোগান্তিতে পড়তে হচ্ছে। দূরপাল্লার বাসসহ যাত্রীবাহী পরিবহন থামিয়ে যাত্রীদের বাসে উঠিয়ে দিতে সহযোগিতা করছি।’