নাটোরে অটোরিকশার চালক-মালিকদের বিক্ষোভ
মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন করেছেন মালিক-শ্রমিকরা। একই সঙ্গে অটোরিকশা চালুর দাবিতে স্মারকলিপিও দিয়েছেন তাঁরা।
আজ সোমবার দুপুরে নাটোর জেলার সব সিএনজিচালিত অটোরিকশার মালিক ও চালকরা শহরের মাদ্রাসা মোড়ে প্রধান সড়কে অবস্থান নেন। পরে তাঁরা শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালন করেন। এ সময় বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পো মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক হোসেন সরদারসহ স্থানীয় সিএনজি মালিকরা।
বক্তারা অবিলম্বে সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তাঁরা।