বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ডাদেশ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামের বাসিন্দা বুধু মিয়াকে (৭৫) হত্যার দায়ে তাঁর ছেলে মো. হেকিম মিয়াকে (৪০) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুল হামিদ এই রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল কাদির ভূঁইয়া জানান, নিজের নামে সম্পত্তি লিখে দিতে বাবা বুধু মিয়াকে চাপ দিতেন হেকিম মিয়া। কিন্তু বুধু মিয়া তাঁর ছেলে হেকিমকে জমি লিখে দিতে রাজি হননি। এ নিয়ে বাবা ও ছেলের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে ২০০৬ সালের ৮ অক্টোবর দুপুর আড়াইটার দিকে নিজেদের বাড়িতে হেকিম তাঁর বাবাকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই মারা যান বুধু মিয়া।
এ ঘটনায় বুধু মিয়ার ভাইয়ের ছেলে মো. রিটন ওই দিনই কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আজ হেকিম মিয়াকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। মামলায় আসামিপক্ষে শুনানিতে অংশ নেন আশীষ কুমার সিংহ।