ময়মনসিংহ উত্তর যুবদলের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বড় বোনের বাসায় ভাঙচুরের মামলায় আজ সোমবার রাত ৮টার দিকে গৌরীপুর উপজেলা শহরের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মাহফুজুর রহমান গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালামের জামাতা।
বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী শেখ জানান, মাহফুজুর রহমান তাঁর বাহিনী নিয়ে গৌরীপুর শহরে তাঁর বড় বোন ডা. মনোয়ারা খাতুনের বাসায় একাধিকবার হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও ক্ষতিসাধন করেন। সর্বশেষ ৩১ জুলাই বেলা ১১টায় মাহফুজ তাঁর দলবলসহ দেশীয় অস্ত্র নিয়ে বোনের বাসায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও ক্ষতিসাধন করেন। এই ঘটনায় আজ বিকেলে মনোয়ারা খাতুন বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা করেন। এ ছাড়া মাহফুজুর রহমানের বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।