কেন্দুয়ায় প্রধান শিক্ষককে মামলা থেকে অব্যাহতি দিতে আবেদন
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার এক প্রধান শিক্ষককে একটি মারামারির মামলা থেকে অব্যাহতি দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন তিন শতাধিক শিক্ষক।
আজ সোমবার দুপুরে তিন শতাধিক শিক্ষকের স্বাক্ষরিত এ আবেদন ইউএনও মুহাম্মদ রুহুল আমীনের হাতে তুলে দেন শিক্ষকদের একটি প্রতিনিধিদল।
শিক্ষকদের আবেদনে বলা হয়, কেন্দুয়ার আলী আফলাতুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম ভূঞা ১৯৯৭ সাল থেকে কেন্দুয়া পৌর এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। তাঁর গ্রামের বাড়ি উপজেলার কান্দিউড়া ইউনিয়নের জালালপুর গ্রামে। গত ১৯ জুলাই জালালপুর গ্রামে এক মারামারির ঘটনা ঘটে। এতে প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ভূঞাকে প্রধান আসামি করে ৯০ জনের বিরুদ্ধে একই গ্রামের লিটন ভূঞা বাদী হয়ে থানায় মামলা করেন।
আবেদনে মামলাটি সাজানো ও ষড়যন্ত্রমূলক দাবি করে বলা হয়, প্রধান শিক্ষককে হয়রানি করতে মামলায় জড়ানোয় উপজেলার প্রাথমিক শিক্ষক সমাজ মর্মাহত ও উদ্বিগ্ন। গ্রাম্য রাজনীতির শিকার সিরাজুল ইসলাম ভূঞার বিরুদ্ধে মামলার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে তাঁকে মামলা থেকে অব্যাহতি দিয়ে শিক্ষকসমাজের সম্মান অক্ষুণ্ণের দাবি জানানো হয় আবেদনে।
ইউএনও আবেদনটি গ্রহণ করে মামলাটির নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানিয়েছেন বলে জানান।