ঝালকাঠিতে মহাসড়কে চলছে ‘নিষিদ্ধ যান’
নিষেধাজ্ঞা অমান্য করে ঝালকাঠিতে মহাসড়কে চলছে ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিভিন্ন তিন চাকার যান। আজ সোমবার বরিশাল-পটুয়াখালী ও ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কে এসব যানবাহন চলাচল করলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো অভিযান চালানো হয়নি।
বরিশাল রূপাতলী থেকে এক ঘণ্টা পরপর ব্যাটারিচালিত অটোরিকশা ও তিনচাকার মাহিন্দ্রা গাড়ি চলে বাকেরগঞ্জ ও নলছিটির উদ্দেশে। দুই উপজেলায় যেতে এসব যানবাহন ব্যবহার করছে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়ক। এ ছাড়া বরিশাল থেকে ঝালকাঠি এবং ঝালকাঠি থেকে রাজাপুর পর্যন্ত চলাচল করছে ব্যাটারিচালিত অটোরিকশা।
অভিযান চালানোর ব্যাপারে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান বলেন, ‘আমরা অভিযান শুরু করিনি। তবে আগামীকাল থেকে আঞ্চলিক মহাসড়কে এ ব্যাপারে অভিযান চালাব আমরা।’
এদিকে দ্রুত সরকারের নির্দেশনা চালু করার দাবি জানিয়েছে জেলা বাসশ্রমিক ইউনিয়ন। সংগঠনের সভাপতি বাহাদুর চৌধুরী অবিলম্বে মহাসড়কে সরকারি নির্দেশে অটোরিকশাসহ এ ধরনের যান বন্ধের দাবি জানান।