বাসের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ তিন পথচারী নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দ্রুতগতিতে অতিক্রম করার সময় উল্টে যাওয়া বাসের ধাক্কায় তিন পথচারী নিহত হয়েছেন। তাঁরা হলেন উপজেলার কামারদহ ইউনিয়নের মাস্তা গ্রামের আলম মিয়া, ইসমাইল হোসেন ও তাঁর স্ত্রী তারা বানু। একই ঘটনায় আহত হয়েছেন ১৫ জন।
গতকাল সোমবার রাত ১০টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে ফাঁসিতলায় দ্রুতগামী কোচের ধাক্কায় তাঁরা আহত হন। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আজ মঙ্গলবার ভোরে তাঁরা মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ পরিবহনের একটি বাস রংপুর যাচ্ছিল। একই সময়ে ওই পরিবহনেরই অপর একটি বাস সিলেট যাচ্ছিল। পথে মাস্তা এলাকায় সিলেটগামী বাসটি অপর বাসটিকে ওভারটেক করার সময় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় গুরুতর আহত তিন পথচারীকে উদ্ধার করে বগুড়ায় নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।