অ্যাটকো সভাপতির মুক্তির দাবি জিয়া পরিষদের
এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর নিঃশর্ত মুক্তি চেয়েছে জিয়া পরিষদ।
এ ব্যাপারে খুলনা মহানগর ও জেলা জিয়া পরিষদ এক বিবৃতি দিয়েছে। এতে সই করেছেন জিয়া পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের সাবেক ডিন প্রফেসর ড. হারুনর রশিদ খান।
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন খুলনা মহানগর জিয়া পরিষদের আহ্বায়ক অধ্যাপক আবদুল মান্নান, জেলা আহ্বায়ক অধ্যাপক মনিরুল ইসলাম বাবুল, মহানগর সচিব মোল্লা মসিউর রহমান নান্নু, জেলা সদস্য সচিব অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ, যুগ্ম আহ্বায়ক মো. আফজালুর রহমান।