চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশাচালকদের বিক্ষোভ
মহাসড়কে তিন চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা বাতিলের দাবি জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ পৌর একতা অটোরিকশা সমিতি। সরকারের নিষেধাজ্ঞার প্রতিবাদে আজ মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা।
সকালে অটোরিকশা চাকেরা চাঁপাইনবাবগঞ্জ পৌর একতা অটোরিকশা সমিতির উদ্যোগে শহরে বিক্ষোভ প্রদর্শন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন সমিতির সভাপতি শামসুল আলম ও সাধারণ সম্পাদক শামীম খান। পরে সমিতির নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেন।