মৌলভীবাজারে অটোরিকশাচালকদের বিক্ষোভ ও মানববন্ধন
মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি দিয়েছেন সিএনজিচালিত অটোরিকশাচালক ও মালিকরা।
আজ মঙ্গলবার সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত অটোরিকশা মালিক ও চালকরা জেলার বিভিন্ন সড়কে মানববন্ধন করে। পরে তারা দুপুর সোয়া ১২টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে।
একই দাবিতে চালক ও মালিকরা মৌলভীবাজার-শ্রীমঙ্গল-সিলেট আঞ্চলিক মহাসড়ক, শমসেরনগর সড়ক, চাঁদনীঘাট সড়কে বিক্ষোভ করে শ্রমিকরা। এ সময় জেলার সব সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড থেকে প্রায় চার ঘণ্টা অটোরিকশা চলাচল বন্ধ ছিল। ফলে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। এরপর মহাসড়কে অটোরিকশা চলাচলে সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় অটোরিকশাচালক ও মালিকরা।