নেত্রকোনায় শিশু হত্যায় একজনের যাবজ্জীবন
নেত্রকোনায় পূর্ব শত্রুতার জের ধরে চার মাসের শিশুকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত ।পাশাপাশি ওই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
আজ মঙ্গলবার দুপুরে নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ আসামি আল আমীনের (২৯) অনুপস্থিতিতে এই রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল কাদির ভূইয়া জানান, দীর্ঘদিন ধরে জেলার কেন্দুয়া উপজেলার মগড়াইল গ্রামের নাদু ফকিরের সঙ্গে একই গ্রামের মতিউর রহমানের বিরোধ চলে আসছিল। ২০০৭ সালের ৯ মে দুপুরে গ্রামের কুদ্দুছ মাস্টারের বাড়ির একটি ঘরে নাদু ফকিরের স্ত্রী পারভীন আক্তার তাদের চার মাসের শিশু রিজাকে রেখে অন্য একটি ঘরে কাজ করছিলেন। এ সময় মতিউর রহমানের ছেলে আল আমীন শিশু রিজার দুই পা ধরে ঘরের বিছানায় আছাড় মেরে তাকে হত্যা করেন। এ ঘটনা জানতে পেরে আল আমীনকে আটক করে পুলিশে দেয় স্থানীয় লোকজন।
এ ঘটনায় শিশুটির বাবা নাদু ফকির ওই দিনই কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা করেন।একই বছর ২৭ জুন আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।তবে এর মধ্যে জামিনে বের হয়ে যান আল আমীন। এর পর থেকে তিনি পলাতক।
মামলায় আসামিপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট পূরবী কুন্ড।