যুগান্তরের বিরুদ্ধে ময়মনসিংহে চিকিৎসকদের বিক্ষোভ
ডা. নুনযিরুল মোহসেনীন মীমের বিরুদ্ধে যুগান্তর পত্রিকা ‘অপসাংবাদিকতা’ করছে এমন অভিযোগ করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশেন (বিএমএ) ময়মনসিংহ জেলা শাখার নেতারা।
এ অভিযোগে আজ মঙ্গলবার দুপুরে শহরের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধন করেন বিক্ষুব্ধ চিকিৎসকরা। এ সময় পত্রিকাটিতে অগ্নিসংযোগ করে তাঁরা বিক্ষোভ দেখান।
মানববন্ধনে বক্তব্য দেন মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. মতিউর রহমান, জেলা বিএমএ সহসভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মতিউর রহমান প্রমুখ।
বিএমএ সাধারণ সম্পাদক মতিউর রহমান বলেন, ডা. মীমের বিরুদ্ধে অবিলম্বে যুগান্তরের অপসাংবাদিকতা বন্ধ করতে হবে এবং পত্রিকার মালিককে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তিনি।