চেতনানাশক ছিটিয়ে দুটি বাড়িতে লুটপাট
মৌলভীবাজার শহরের টিবি হাসপাতাল সড়কে সরকারি দুই কর্মকর্তার বাড়িতে ডাকাতি করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতের কোনো এক সময় তারা বাড়ির দরজা ও জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে চেতনানাশক ওষুধ ছিটিয়ে বাড়ির সদস্যদের অচেতন করে টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে।
আজ মঙ্গলবার সকালে এলাকার লোকজন দুটি পরিবারের সাতজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে।
ডাকাতির শিকার ব্যক্তি ও এলাকার লোকজন জানান, দুর্বৃত্তরা সোমবার রাতে শহরের টিবি হাসপাতাল সড়কে জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক নন্দিনী দেবের বাসার পেছনের দরজা ভেঙে ঢুকে। এরপর চেতনানাশক ওষুধ ছিটিয়ে ল্যাপটপ ও স্বর্ণালংকারসহ মালামাল লুট করে। এরপর দুর্বৃত্তরা পাশে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান অফিস সহকারী আব্দুল মান্নান চৌধুরীর বাসার জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে। সেখানেও বাসার সবাইকে চেতনানাশক ওষুধ ছিটিয়ে অচেতন করে স্বর্ণালংকার, নগদ অর্থসহ কয়েক লাখ টাকার মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
সকালে এলাকাবাসী আব্দুল মান্নান চৌধুরী, তাঁর স্ত্রী রহিমা আক্তার চৌধুরী, ছেলে রিফাত রায়হান চৌধুরী ও রাজিন রায়হান চৌধুরী, কাজের মেয়ে রাবিয়া খাতুন এবং পাশের বাসার নন্দিনী দেব ও তার মা নিভা দেবকে অচেতন অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে। পরিবারের সবাই অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি থাকায় লুট হওয়া মালামালের প্রকৃত তথ্য জানা যায়নি।
এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালেক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাওয়ানোর পর তাঁদের অচেতন করা হয়েছে।