বরগুনায় নানা আয়োজনে সিডরকে স্মরণ
বরগুনায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় সিডরের ১০ বছর। বরগুনা প্রেসক্লাব আয়োজিত সিডর স্মরণে শোকর্যালি, আলোচনা সভা, গণকবরে পুষ্পস্তপক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
২০০৭ সালের আজকের এই দিনে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় সিডর লণ্ডভণ্ড করে দেয় বরগুনাসহ উপকূলবাসীর জীবনধারা।
আজ বুধবার সকাল সাড়ে ৮টায় বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর নেতৃত্বে প্রেসক্লাব চত্বরে থেকে একটি শোকর্যালি বের করা হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে সবাই গর্জনবুনিয়া গণকবরে পুষ্পস্তপক অর্পণ করে নিহতদের জন্য দোয়া করেন।
এ ছাড়া স্থানীয় গর্জনবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন মিরাজ। সভায় বক্তব্য দেন বরগুনা পৌরসভার মেয়র মো. শাহাদাত হোসন, জেলা প্রশাসক মো. মোখলেছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিচুর রহমান ও সাংবাদিক হাসানুর রহমান ঝন্টু। এ সময় আলোকচিত্রে সিডরের স্মৃতি দেখানো হয়।
২০০৭ সালের এই দিনে ঘূর্ণিঝড় সিডর আঘাত হানে বরগুনাসহ উপকূলীয় অঞ্চলে। প্রলয়ংকরী সিডরের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় উপকূল। জলোচ্ছ্বাসের প্রবল চাপে বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে চেনা জনপদ মুহূর্তে পরিণত হয় অচেনা এক ধ্বংসস্তূপে। সরকারি হিসাব অনুযায়ী বরগুনায় এক হাজার ৩৪৫ জন মানুষের লাশ উদ্ধার করা হয়েছিল। এখনো নিখোঁজ রয়েছে প্রায় ১৫৬ জন। তবে বেসরকারি হিসেবে নিহতের সংখ্যা প্রায় দুই হাজার এবং আহতের সংখ্যা ২৮ হাজার ৫০ জন।