১৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ
ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক বাংলাদেশি ১৬ শিশু ও পুরুষকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে দিনাজপুরের হিলি তল্লাশি চৌকি দিয়ে তাঁদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়। তাঁরা সবাই কাজের সন্ধানে ভারতে যান বলে বিজিবি নিশ্চিত করেছে।
ওই বাংলাদেশিরা হলেন—দিনাজপুরের বিরল উপজেলার নারাবারি গ্রামের মেহেদী হাসান (১৫), আনারুল ইসলাম (১৫), আলমগীর ইসলাম (১৯), জিল্লুর রহমান (১৬), আকুতি গ্রামের সাদ্দাম হোসেন (২২), দাশনাগর গ্রামের হাফিজুল ইসলাম (৩৫), পলাশ চন্দ্র রায় (২০), উজ্জ্বল হাসান (২৩) এবং সেতাবগঞ্জ উপজেলার দক্ষিণগাঁ গ্রামের সুজান চন্দ্র রায় (১৯), রতন দাশ (১৮), ওবায়দুল ইসলাম (১৫), উকিল চন্দ্র (২৮), বাদশা আলম (২৫), আবদুল মালেক (১৮) ও বারুয়া গ্রামের স্বপন রায় (৪০)।
ফেরত আসা বাংলাদেশি স্বপন রায় ও মেহেদী হাসান এনটিভিকে জানান, অভাবের সুযোগ নিয়ে দালালরা ভারতের দিল্লিতে চাকরির কথা বলে হিলি সীমান্তে নিয়ে যায় তাঁদের। অজ্ঞাত স্থান থেকে ভারত পাঠানোর পর বিএসএফ সদস্যরা তাঁদের আটক করে।
হিলি চেকপোস্ট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফজলুর রহমান জানান, আটক ব্যক্তিরা গত সোমবার নানা সময়ে বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যায়। তারা কাজের সন্ধানে সেখানে গিয়েছিল। পরে উভয় বাহিনীর উচ্চ পর্যায়ে আলোচনা সাপেক্ষে গত রাতে তাদের ফেরত দেয় বিএসএফ। রাতেই তাদের হাকিমপুর থানায় সোপর্দ করা হয়।