ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাল সনদসহ দুজন আটক
রাজধানীর নীলক্ষেতের বাকুশাহ মার্কেট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেটসহ দুজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বিকেল পৌনে ৩টার দিকে তাঁদের আটক করা হয়।
আটক দুজন হলেন মায়ের দোয়া উদয়ন প্রিন্টার্স দোকানের মালিক মো. আসগর ভূইয়া ও গাজীপুরের টঙ্গীর আবদুস সামাদ।
আটকের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এম আমজাদ আলী উপস্থিত ছিলেন। তিনি জানান, এঁদের মধ্যে সামাদ আসগরের দোকানে কাজ করাতে এসেছিলেন বলে দাবি করেছেন।
নীলক্ষেত পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান জানান, জাল সার্টিফিকেট বিক্রির খবর পেয়ে পুলিশ ওই দোকানে অভিযান চালিয়ে দুজনকে আটক করে। দোকানটা দ্রুতই সিলগালা করা হবে।
নীলক্ষেতে জাল সার্টিফিকেট বিক্রির বিষয়ে গতকাল মঙ্গলবার এনটিভি অনলাইনে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ওই বিষয় নিয়ে কথা হলে ক্ষোভ প্রকাশ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এম আমজাদ আলী। তিনি বলেছিলেন, ‘এ ধরনের কাজের সঙ্গে যারা জড়িত, তাদের ধরার জন্য সঠিক প্রমাণ পাওয়া যাচ্ছে না। সঠিক প্রমাণ পেলে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব।’
বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা টাকার বিনিময়ে সার্টিফিকেট তৈরির কাগজ পাচার করে কি না—এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রক্টর বলেছিলেন, ‘এ প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’