ভোলায় সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত
ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৮টার দিকে ও গতকাল রোববার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মনিরুজ্জামান মনির জানান, আজ সকাল ৮টার দিকে ভোলা শহরের উকিলপাড়ায় একটি অটোরিকশা সুফিয়া আক্তার চম্পা নামের এক নারীকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
অপরদিকে গতকাল রাতে বোরহানউদ্দিন উপজেলার মনিরাম নামক এলাকায় শাহনাজ (৭৮) নামের এক বৃদ্ধ মোটরসাইকেলের চাপায় মারা গেছেন। পুলিশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে বলেও জানান এএসপি মনিরুজ্জামান।