ম্যাজিস্ট্রেট সেজে বইয়ের দোকানে টাকা দাবি, আটজনের জেল
ময়মনসিংহের তারাকান্দায় ম্যাজিস্ট্রেট সেজে বইয়ের দোকানে গিয়ে ভয়ভীতি প্রদর্শন এবং টাকা দাবির সময় আটজনকে আটক করে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়।
আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে তারাকান্দার স্কুল রোড এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এঁরা হলেন মো. তৌহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, রুকনুজ্জামান, ফরহাদ আহাম্মেদ খান, সাইদুর রহমান, শাহিদ মাহবুবুর রহমান, কবীর হোসেন এবং তাঁদের গাড়িচালক জাহাঙ্গীর।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মেদ মোল্লা এনটিভি অনলাইনকে জানান, দণ্ডাদেশপ্রাপ্তরা তারাকান্দার স্কুল রোডে গিয়ে বইয়ের দোকানে ভয়ভীতি প্রদর্শন এবং টাকা দাবি করেন। তাঁদের আচরণ সন্দেহজনক হওয়ায় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে জনতার রোষানল থেকে বাঁচাতে তাঁদের থানায় নিয়ে আসে।
পরে ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শের মাহবুব মুরাদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত তাঁদের সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। বিকেলেই তাঁদের ময়মনসিংহ কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।