নেত্রকোনা পৌরসভার ভাঙা সড়ক সংস্কারে উদ্যোগ
নাগরিকদের অব্যাহত দাবিতে পরিপ্রেক্ষিতে অবশেষে নেত্রকোনা পৌর এলাকার প্রধান প্রধান ভাঙা সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। আজ বুধবার বেলা ১১টায় থানার সামনের নাগড়া বেইলি সেতু থেকে মাইক্রোস্ট্যান্ড পর্যন্ত ভাঙা সড়কের সংস্কারকাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মেয়র প্রশান্ত কুমার রায়।
এ সময় প্যানেল মেয়র-১ আলহাজ নজরুল ইসলাম, প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন শেখসহ সব কাউন্সিলর ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মেয়র প্রশান্ত কুমার রায় সমবেত পৌর নাগরিকদের উদ্দেশে বলেন, নানাবিধ কারণে এত দিন পৌর এলাকার বিভিন্ন রাস্তার সংস্কারকাজ করা সম্ভব হয়নি। নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ১৮ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক সংস্কার, সেতু ও কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কাজ করা কালে পৌর নাগরিকদের সাময়িক দুর্ভোগ মেনে নিয়ে কাজের মান যাতে ভালো হয় সে ব্যাপারে সবাইকে সহযোগিতা করতে আহ্বান জানান মেয়র।