শরীফ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল ওয়াদুদ সরকারের ইন্তেকাল
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষ্মীপাড়ার বাসিন্দা শরীফ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজি আব্দুল ওয়াদুদ সরকার (৭০) আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ বুধবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আব্দুল ওয়াদুদ সরকার ছয় ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি এনটিভির কুমিল্লার চান্দিনা প্রতিনিধি কাজী রাশেদের শ্বশুর।
পরিবার সূত্রে জানা গেছে, আগামী কাল বৃহস্পতিবার জোহরের নামাজের পর শরীফ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আব্দুল ওয়াদুদ সরকারের জানাজা হবে।