নেত্রকোনায় নারী পাচারকারী সন্দেহে আটক ১
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নারী পাচারকারী সদস্য সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার কৈলাটি ইউনিয়নের বিষমপুর এলাকা থেকে আবদুল মালেক (৪৮) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ জানান, আবদুল মালেকের বিরুদ্ধে নারী পাচারের অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল দুপুর আড়াইটার দিকে কৈলাটির বিষমপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।