এসিড খাইয়ে হত্যাচেষ্টাকারীদের বিচার দাবি
গৃহবধূকে এসিড খাইয়ে হত্যাচেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনা শহরে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের মুক্তারপাড়া সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ওই গৃহবধূর বাড়ি নেত্রকোনায়। শ্বশুরবাড়ি কিশোরগঞ্জের কটিয়াদীর আদমপুরে। যৌতুকের কারণে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে এসিড খাইয়ে হত্যার চেষ্টা করেছিল বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।
মানববন্ধনে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক ও জনউদ্যোগের ফেলো শ্যামলেন্দু পাল, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রেহানা সিদ্দিকী, নারীনেত্রী তাহেজা বেগম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তাফিজুর রহমান, সাইফুল্লাহ এমরানসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা অবিলম্বে ওই নারী নির্যাতনে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।