পীরের আস্তানায় গিয়ে ফেরেননি যুবক
মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম এলাকায় সাফিয়া শরীফ নামের এক পীরের আস্তানায় গিয়েছিলেন যুবক সুরুজ ফকির (১৮)। গতকাল বুধবার রাত ৯টার দিকে পীরের বাড়িতে যাওয়ার উদ্দেশে বের হওয়ার পর আর ফেরেননি তিনি। এর পর আজ সকালে আমগ্রামের কুমার নদের পাড়ে তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে।
সুরুজ ফকির উপজেলার গঙ্গাবর্দী গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মোকলেস ফকির।
এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের মাথা ও কপালে আঘাতের চিহ্ন আছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনাটি রহস্যজনক।
মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সরোয়ার হোসেন বলেন, রাতের আঁধারে খুনের ঘটনা ঘটেছে। ঘটনাটি রহস্যজনক। তাই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।