সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করলেন আনসার সদস্য
মেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্সে দায়িত্বরত এক আনসার সদস্য এক সাংবাদিককে লাঞ্ছিত করেছেন। আজ শনিবার সকালে এই ঘটনা ঘটে।
ঘটনার শিকার সাংবাদিকের নাম আবু আক্তার করন। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ ও অনলাইন নিউজ পোর্টাল পরিবর্তন ডটকমের মেহেরপুর প্রতিনিধি।
অভিযুক্ত আনসার সদস্য কালামকে তাঁর দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
সাংবাদিক আবু আক্তার করন জানান, সকালে সংবাদ সংগ্রহের জন্য মুজিবনগর কমপ্লেক্সের ফটকে যান তিনি। তখন মোটরসাইকেল নিয়ে ভেতরে প্রবেশ করতে বাধা দেন দায়িত্বরত তিন আনসার সদস্য। প্রবেশ করতে হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুমতি লাগবে বলে জানান তাঁরা। তখন তিনি জেলা প্রশাসক পরিমল সিংহকে ফোন করে অনুমতির কথা জানান। এ সময় জেলা প্রশাসক বলেন, ‘আমি ইউএনওকে বলে দিচ্ছি। সবার জন্য যেন আইন সমান হয়। রাজনৈতিক নেতা পরিচয় দিলে যেন আবার তাকে যানবাহন নিয়ে ভেতরে প্রবেশ করতে দেওয়া না হয়।’
এ কথা বলার পর কালাম নামের এক আনসার সদস্য হঠাৎ উত্তেজিত হয়ে সাংবাদিক আবু আক্তার করনকে ধাক্কাতে ধাক্কাতে গেটের বাইরে পাঠিয়ে দেন। এ সময় আনসার সদস্য বলেন, ‘আমার নামে পাঁচটি নিউজ কর। তোকে ভেতরে প্রবেশ করতে দেব না।’ পরে আবু আক্তার করন আনসার সদস্যের ছবি তুলতে গেলে তিনি ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
খবর পেয়ে মেহেরপুর থেকে সাংবাদিকরা গিয়ে আবু আক্তার করনকে উদ্ধার করেন। এ ঘটনায় আনসার সদস্য কালামকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন মুজিবনগর আনসার ক্যাম্প কমান্ডার জহিরুল ইসলাম।
জেলা প্রশাসক পরিমল সিংহকে জানালে তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন। তিনি এ বিষয়ে ইউএনওর সঙ্গেও কথা বলবেন বলে জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, চলতি মাসের ১৩ তারিখ থেকে মুজিবনগর কমপ্লেক্সের ভেতরে সব ধরনের মোটরসাইকেল প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু অর্থের বিনিময়ে আনসার সদস্যরা মোটরসাইকেল ও পাখিভ্যান কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন। আর এই টাকার ভাগ আনসার সদস্য, স্থানীয় কিছু নেতা এবং ইউএনও ভাগ পান বলেও অভিযোগ করেন তাঁরা।