ময়মনসিংহে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ
মেডিকেল শিক্ষাব্যবস্থায় ২০১২ সালে প্রণীত নতুন পাঠক্রম পদ্ধতি বাতিল করে আগের ‘ক্যারি অন’ পদ্ধতি পুনর্বহাল করার দাবিতে বিক্ষোভ করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ ও কমিউনিটি বেজড মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বৃহস্পতিবার বেলা ১১টায় শিক্ষার্থীরা ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যান্টিনের সামনে থেকে একটি মিছিল বের করে। মিছিলটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে শিক্ষার্থীরা কলেজের প্রশাসনিক ভবনের সামনের সড়ক অবরোধ করে রাখে। এ সময় ভবনের প্রধান ফটকের সামনে পুলিশের উপস্থিতিতেই পেট্রল ঢেলে টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
এর আগে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। প্রায় দুই ঘণ্টা ধরে এ কর্মসূচি চলে। আগামী ৮ আগস্টের মধ্যে তাঁদের দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।